দ্বীপান্তরে তিন দিন-৩ চরফ্যাশনের ‘জ্যাকব টাওয়ার’

‘জ্যাকব টাওয়ার’ “JACOB TOWER”

ভোলা’র চরফ্যাশনে নির্মিত হচ্ছে উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার।

স্থানীয়দের কাছে যেটি ‘জ্যাকব টাওয়ার’ নামে পরিচিত।

টাওয়ারটির উচ্চতা ২১৫ ফুট। স্থানীয় সাংসদ এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের উদ্যোগে চরফ্যাশন শহরের খাসমহল মসজিদ ও ফ্যাশন স্কোয়ারের পাশে এ টাওয়ারটি নির্মিত হচ্ছে। টাওয়ারটিতে ক্যাপসুল লিফটও সংযোজন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এতে থাকছে উচ্চ ক্ষমতার বাইনোকুলার, যাতে ১০০ বর্গ কিলোমিটার এলাকার নয়নাভিরাম সৌন্দর্য দেখা যাবে অনায়াসে। ওয়াচ টাওয়ারে দাঁড়ালেই তেঁতুলিয়া নদীর শান্ত জলধারা, পূর্বে মেঘনা নদীর উথাল-পাতাল ঢেউ, দক্ষিণে চর কুকরী-মুকরীসহ বঙ্গোপসাগরের বিরাট অংশ নজরে আসবে।

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ১৮ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এ টাওয়ারটি পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করবে বলে আশা করা যায়। টাওয়ার সংলগ্ন স্থানেই পর্যটকদের জন্য অত্যাধুনিক বিলাসবহুল রেস্টহাউসও নির্মাণ করা হচ্ছে।

‘জ্যাকব টাওয়ার’ থেকে ভোলা দেখতে যেমন-

About Akik Russel-আকিক রাসেল

একজন মানুষ। একজন অনুগত মুসলিম। আল্লাহর দুনিয়ার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য দেখতে ঘুরে বেড়াতে ভালবাসি।

Posted on নভেম্বর 24, 2017, in ভ্রমণ and tagged , , . Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

এখানে আপনার মন্তব্য রেখে যান